খুলনা সরদ প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি একটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বাস বরযাত্রীর কাজে ব্যবহৃত হতে দেখা যায়। বিষয়টি অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে—শিক্ষাপ্রতিষ্ঠানের বাস কীভাবে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হতে পারে?
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের বাস যদি ফাঁকা থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ৪০ কিলোমিটারের মধ্যে কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্দিষ্ট নিয়ম মেনে এটি ব্যবহার করতে পারেন। তবে এ ক্ষেত্রে পরিবহনের সকল ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই বহন করবেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতির আওতায় এ সুযোগ থাকলেও, শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবহন শুধুমাত্র একাডেমিক কার্যক্রমে ব্যবহৃত হওয়া উচিত। অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট শর্ত মেনে এই সুবিধা দেওয়া হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মের কোনো ব্যত্যয় ঘটে না।
তবে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত কী, তা জানতে আরও অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।