গাজীপুরে দুই সাংবাদিকের নামে অপপ্রচারের অভিযোগ

গাজীপুরে দুই সাংবাদিকের নামে অপপ্রচারের অভিযোগ

গাজীপুরে দুই সাংবাদিকের নামে অপপ্রচারের অভিযোগ

রাজু হোসেন (গাজীপুর জেলা) প্রতিনিধি

গাজীপুরে দুই সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। একটি ফেসবুক আইডি থেকে তাদের ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

গত বুধবার (৮ মে) জিএমপি’র টঙ্গী পশ্চিম থানা ও পুবাইল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন, টঙ্গী সিটি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ও দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি আখতার হোসেন।

ভুক্তভোগীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় করতে একটি কুচক্রী মহল আমাদের ছবির সঙ্গে বিভিন্ন মন্তব্য করে প্রচার করছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ও পুবাইল থানা পুলিশ জানায়, উভয় অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তথ্য প্রমাণ সংগ্রহের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

More News...

বিএনপি তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়- বুলু 

কুড়িগ্রামে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত