জোবান আহমেদ আশিক: সংগীত প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতার মাধ্যমে বাংলা গানে মেধার স্বাক্ষর রেখে ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছিলেন সঙ্গীতশিল্পী রিংকু। তার রাজকীয় আবির্ভাব এবং অসংখ্য জনপ্রিয় গানের কারণে ক্যারিয়ার তখন বেশ জমে উঠেছিল।
তবে পরপর চারবার স্ট্রোকের ফলে রিংকুর ক্যারিয়ার বিপর্যস্ত হয়। গান করার ক্ষমতাও হারান তিনি। ২০২০ সাল থেকে শরীরের বাঁ পাশ অবশ হয়ে যায়। এরপর কয়েক বছর কেটে যায় ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তিনি এখনও টুকটাক গান করছেন, তবে রাজধানীতে স্থায়ীভাবে থাকছেন না; গ্রামের জীবন বেছে নিয়েছেন।
সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন রিংকু। দৃশ্যধারণ শেষে তিনি ফিরে যান নওগাঁয়, নিজের বাড়িতে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “গ্রামে থাকি। আমাদের গ্রামটায় শিক্ষিতের হার বেশ। গ্রামে থাকার পরিবেশ ভালো। আমার নিজের কৃষি ফার্ম আছে, যেখানে আমার সময় চলে যায়। গ্রামে থাকতে ভালো লাগে। ঢাকায় থাকলে কেউ কাউকে চেনে না। দেখা যায় পাশাপাশি থাকি, কিন্তু কেউ কাউকে চিনি না। গ্রামে সবাই সবাইকে চেনে। তাই গ্রামে থাকতেই ভালো লাগে।”
শরীর আগের মতো নেই রিংকুর। পুরোপুরি সুস্থ হওয়ার সময় জানেন না তিনি। তিনি বলেন, “যে ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তারই বলে সময় লাগবে। কবে পুরোপুরি সুস্থ হবো, জানি না।”
রিংকুর মুক্তি প্রতীক্ষিত নতুন গানের নাম ‘মন দিয়া কেউ ভালোবাসে না’, যার কথা ও সুর রাকিব আলীর এবং সংগীত পরিচালনা করেছেন মিলন।