চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ আজ

চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ আজ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ। ৫৪ তম এই জুলুছ বা বরর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সাথে থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ। জুলুছ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও জুলুছে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী আয়োজকরা। এ উপলক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জুলুছের বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহসহ অতিথিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি হতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এইরা পৃষ্ঠে শুভাগমনের ১৫০০ বছর পূর্তি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এমন এক স্মরণীয় দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৪ তম জশনে জুলুছ। আরো একটি সুখবর হলো, এই বছর ২০২৫ এ ঐতিহ্যবাহী এই আনজুমান’র শতবর্ষ পূর্ণ হয়েছে। এই বিরল মুহূর্তে, আনজুমান ট্রাস্টের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে জানাই শুভেচ্ছা। ইনশাআল্লাহ, দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাজিল্লুহুল আলী এই জশনে জুলুছের নেতৃত্বে দেবেন। তাঁর সাথে আরো থাকবেন, দরবারের সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ। আমরা আশা করি, এবারের এই জশনে জুলুছ বরাবরের মতোই জনসমুদ্রে রূপ নেবে। বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে ইতোমধ্যে আলোচিত এই জুলুছকে এখন চট্টগ্রামের ইতিহাস- ঐতিহ্যের ধারক হিসেবেও গণ্য করা হয়। তাই, এর শরিয়ত সম্মত নির্মলিন ঐতিহ্য রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব। জুলুছের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তার যেন কোনভাবেই বিঘœ না ঘটে এ জন্য পুলিশ প্রশাসন এবং আমাদের নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা, বিশেষত আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম কানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলুছে ড্রামসেট প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক আমির হোসেন সোহেল, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, তরজুমানের নির্বাহী সম্পাদক অভীক ওসমান, আবু তালেব বেলাল প্রমুখ।

রোড ম্যাপ : সকাল ৮টায় ষোলশহরস্থ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু করে বিবিরহাট (বামে মোড়)-মুরাদপুর (ডানে মোড়)-ষোলশহর-২ নম্বর গেইট-জিইসি মোড় (ডানে মোড়)-পুনরায় ২ নম্বর গেইট-ষোলশহর-মুরাদপুর-বিবিরহাট-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে জমায়েত হয়ে দুপুর ১২টায় মাহফিল এবং নামাযে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে।