চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের জুলাই স্মৃতি স্মরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের জুলাই স্মৃতি স্মরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের জুলাই স্মৃতি স্মরণ সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এডহক কমিটির আহবায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর সভাপতিত্বে আজ ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মো : মাহবুবের রহমান শামীম, একরামুল করিম, কামরুল হাসান হারুন, এম এ হালিম, ইফতেখার মহসিন, এমডি ফখরুল ইসলাম, শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ খান রাহাত।

শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন এডভোকেট জাবের হোসেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম এর পিতাকে নগদ অর্থ প্রদান করে সম্মানিত করা হয়।

সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।