চাঁদপুরে মামলাবাজ হাবিবুরের মামলার শিকার ভাতিজা-ভাগিনা
চাঁদপুর প্রতিনিধি:
আপন বড় ভাইয়ের স্ত্রী ও ছেলেকে মামলায় ঝুলিয়ে এখন টার্গেট বোনের ছেলেকে চাঁদপুরের মামলাবাজ হাবিবুর রহমান পুতুল। বড় বোনের পেনশনের টাকা আত্মসাতের উদ্দেশ্যে তার মুত্যুর খবর ভাগ্নে-ভাগিনাদের না জানিয়ে তার লাশ কৌশলে দাফন দিয়ে ফেলেন। ভাগিনা শাহিন প্রতিবাদ করায় তাকে মামলায় জড়ানো হুমকি দেন।
জানা যায়, তিলকে তাল বানিয়ে সামান্য একটা সাধারণ ঘটনাকে বড় আকারের সাজিয়ে যখন তখন মামলা ঠুকে দেয়াই হাবিবুরের অন্যতম কাজ। অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে যার তার নামে মামলা করেই সে ক্ষান্ত হয়নি। বরং সে তার আপন বড় ভাবি এবং ভাতিজাদের নামেও মামলা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এবার তার মৃত বোনের সন্তান ভাগ্নেদের নামে মামলা দেয়ার হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন তার ভাগ্নে শাহিন। যেনতেন বিষয়ে মামলা দেয়ার উদ্দেশ্য হচ্ছে আপোষমীমাংসা বা মামলা উঠিয়ে নেয়ার নামে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার ধান্ধা। এ কারণে চাদপুর সদরের লালদিয়া গ্রামের আনোয়ার হোসেন প্রধানিয়ার ছেলে হাবিবুর রহমান পুতুল এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিতি পেয়েছেন।
গত ১৭মে তার বড় বোন হোসনে আরা মৃত্যু বরণ করলে তার সন্তানদের বিনা অনুমতিতে নিজ এলাকায় নিয়ে তার লাশ দাফন করে দেয়। এ বিষয়ে ভাগ্নেরা নাখোশ হলে হাবিবুর তাদের নামেও মামলা করার হুমকি দেন। মৃত বোনের পেনশনের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই বোনের লাশ গোপনে দাফন করেছেন বলে ভাগ্নেদের অভিযোগ। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগি সহ এলাকায় বিজ্ঞমহল।