চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক ১৪ (চৌদ্দ) বছরের কিশোরীকে চলন্ত বাসে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ভিকটিম কিশোরী বয়স-১৪, ১৫ এপ্রিল দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার সময় কক্সবাজার হইতে চট্টগ্রামে যাত্রীবাহি বাস গাড়ী যোগে যাওয়ার সময় গাড়ীর চালক, সুপার ভাইজার ও হেলপার উল্লেখিত ভিকটিমকে চট্টগ্রাম শহরে নিয়ে আসে। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকা হইতে ১৬ এপ্রিল রাত অনুমান ০৪:১০ ঘটিকা পর্যন্ত ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালস্থ বহদ্দারহাট-কালুরঘাটগামী রাস্তার উপর যাত্রীবাহি বাস গাড়ীর ভিতর বর্ণিত গাড়ীর চালক, সুপার ভাইজার ও হেলপারগণ ভিকটিম’কে পালাক্রমে গণধর্ষন করে। ভিকটিম কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। মোঃ লোকমান @ তারেক (২৬) (গাড়ী চালক), পিতা-মোঃ শামশুল ইসলাম, মাতা-নুর নাহার বেগম, সাং-উত্তর পুরান ঘর, আইয়ুব এর বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ হানিফ (৩৬) (হেলপার), পিতা-হাফেজ আহাম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং-মাদবর পাড়া, মাতবরের বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-লোহগাড়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অপর পলাতক আসামী মোঃ মোবারক হোসেন (সুপার ভাইজার) সহ ভিকটিম কিশোরীকে উল্লেখিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে পালাক্রমে ধর্ষন করিয়াছে মর্মে স্বীকার করে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। উল্লেখিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।