ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার কেরানীগঞ্জ ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০)নামের এক নারী নিহত। নগদ ২০০০ টাকা ওকানের দুল নিয়ে যায় ছিনতাইকারী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতে স্বামী আক্তার হোসেন জানান,আমার স্ত্রী মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকা যাওয়া মাত্র ছিনতাইকারীরা আমার স্ত্রীকে মাথায় শরীরে ছুরিকাঘাত করে তার কানের দুল ও সাথে থাকা নগদ ২০০০ টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলেউন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের বড় কান্দি এলাকায়। বর্তমানে,কেরানীগঞ্জে ইস্পাহানী আমবাগান এলাকায় থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

More News...

পালিয়ে থেকে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ

ঋণের টাকা লুটের যত আয়োজন