জমিদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জমিদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মো. অহিদুজ্জামানকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী কালা জরিপ। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে খুন, চাঁদাবাজি, মাদক কারবার ও জমি দখলসহ নানা অপরাধে জড়িত এই জরিপের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইকুরিয়া বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইউপি সদস্য অহিদুজ্জামান এ অভিযোগ করেন। তিনি জানান, সম্প্রতি তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে কালা জরিপ ও তার অনুসারীরা। বাঁধা দিলে তাকে সরাসরি ফাইনাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অহিদুজ্জামান বলেন, প্রায় দুই দশক ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কালা জরিপের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। এর ফলে জরিপের টার্গেটে পরিণত হন। তিনি দাবি করেন, কালা জরিপ অতীতে মার্কেট দখল, খুন, নারী নির্যাতন ও ধর্ষণ-হত্যাসহ ভয়াবহ অপরাধে জড়িত থেকেও প্রতিবার আইনের ফাঁক গলে বেরিয়ে এসেছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, শতাধিক অস্ত্রধারী সহযোগী নিয়ে কালা জরিপ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

এ বিষয়ে অভিযুক্ত কালা জরিপের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ইউপি সদস্য অহিদুজ্জামান ও কালা জরিপ উভয়েই থানায় একে অপরের বিরুদ্ধে জিডি করেছেন। আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি তদন্ত করা হবে।