জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনিতে যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ 

জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনিতে যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ 

জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনিতে যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। চলো চলো ঢাকা চলো,জাতীয় সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ জুলাই ঢাকায়”জাতীয় সমাবেশ বাস্তবায়নে”আশাশুনি উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ জুলাই) দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যুব বিভাগের উপজেলা উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক,বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম। উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা টিম সদস্য এনামুল কবির ও আক্তারুজ্জামান,সদর ইউনিয়ন সভাপতি ডাক্তার বিল্লাল হোসেনসহ উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারী। সমাবেশের প্রধান অতিথি আগামী ১৯ শে জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ দলে দলে যোগদান করতে যুব বিভাগের কর্মী ও দায়িত্বশীলদের প্রতি প্রতি আহ্বান জানান।