কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮
আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য উপজেলার পাঁচজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এর আগে উপজেলার রোহিতপুরে একটি জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা চত্বরে একটি র্যালি বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি ‘র সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, বি আর ডিবি কর্মকর্তা তাইবুর রহমান কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহের শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর মূল্যায়ন, সমাপনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হবে।