জুড়ীতে উপজেলা বিএনপির আহবায়কের স্বাক্ষর জালের অভিযোগ মাছুম রেজার বিরুদ্ধে

জুড়ীতে উপজেলা বিএনপির আহবায়কের স্বাক্ষর জালের অভিযোগ মাছুম রেজার বিরুদ্ধে

জুড়ীতে উপজেলা বিএনপির আহবায়কের স্বাক্ষর জালের অভিযোগ মাছুম রেজার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে ক্ষোদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাছুম রেজার বিরুদ্ধে।

জানা যায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্দেশনা অনুযায়ী জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলার সকল ওয়ার্ড কমিটি সম্পন্ন করেছে। তবে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মাছুম রেজার আপত্তির কারণে সদর জায়ফরনগর ইউনিয়নের ৮ নং জাঙ্গীরাই ওয়ার্ডের বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আটকে যায়। মাছুম রেজা ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে তার পছন্দের ব্যক্তি আব্দুর রউফ “যিনি এক সময় সাবেক পরিবেশ মন্ত্রীকে তার বাড়ীতে নিয়ে গরু জবাই করে বড় অনুষ্ঠানের মাধ্যমে প্রায় শতাধিক মানুষ নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছিলেন” তাকে সাধারণ সম্পাদক করে কমিটি প্রকাশ করার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে। তার চতুর্মুখী চাপের কারণে আব্দুর রউফকে কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে।

পূর্নাঙ্গ কমিটিতে সদস্য পদে স্থান পাওয়া বিএনপির পরীক্ষিত কর্মী হাবিবুর রহমান হাবিব গত ইউপি নির্বাচনে মাছুম রেজার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করায় হাবিবকে বাদ দিতে কমিটি বাতিল ঘোষণা করে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের স্বাক্ষর জাল করে কমিটি বাতিল করা হয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। বিষয়টি দৃষ্টিগোচর হলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল তাৎক্ষণিক বিএনপির দলীয় প্যাডে স্বাক্ষর জালের বিষয়টি তুলে ধরে এটি তাঁর স্বাক্ষর নয় উল্লেখ করে মাছুম রেজার দেয়া পত্রের তীব্র প্রতিবাদ জানান।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল প্রেস বিজ্ঞপ্তিতে লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার অধীনস্থ সকল স্তরের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৫/০৩/২০২৫ইং তারিখে ফেইসবুকে আমার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার অধীনস্থ ৫নং জায়ফরনগর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি কর্তৃক ০৮নং ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে ও ০৫নং জায়ফরনগর ইউনিয়ন আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। উক্ত বিষয়ে আমি অবগত নই। উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি ভূয়া ও ভিত্তিহীন। ০৫নং জায়ফরনগর ইউনিয়ন আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয় নাই এবং ০৮নং ওয়ার্ড কমিটিও বাতিল করা হয় নাই। তাদের কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

এদিকে মাছুম রেজার এমন নেক্কারজনক কাজের ক্ষোভ জানিয়েছেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একাধিক নেতা জানান, ৫ আগস্টের পূর্বে মাছুম রেজা আওয়ামী সিন্ডিকেটের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আওয়ামী নেতাদের সাথে উঠা-বসা, আওয়ামীলীগের নেতাদের সাথে ব্যবসা-বাণিজ্য আর আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানে অর্থায়নের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন আওয়ামীলীগের মুখপাত্র। ‌প্রায়ই নিজের বাড়িতে বিশাল আয়োজন করে দাওয়াত খাওয়াতেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে। ‌তাই এমন আওয়ামী দোসরের পুনর্বাসন মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। তারা অবিলম্বে দলীয় হাইকমান্ডকে এ বিষয়ে হস্তক্ষেপের আহবান জানান। ‌উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বিভাজনের রাজনীতি তৈরি করে দলীয় সম্প্রীতি নষ্ট করছেন মাছুম রেজা। ‌এতে দলের কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‌

More News...

চট্টগ্রামে পাহাড় কেটে নির্মিত বহুতল ভবন গুড়িয়ে দিল সিডিএ : নাগরিক ফোরামের আগাম হুঁশিয়ারির বাস্তবায়ন

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ