জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্দোক্তাদের রাপা প্লাজা থেকে উচ্ছেদ নয়, উৎসাহিত করুন

জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্দোক্তাদের রাপা প্লাজা থেকে উচ্ছেদ নয়, উৎসাহিত করুন

নগর প্রতিবেদকঃ

বাংলাদেশের অবহেলিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালের নভেম্বর মাসে জয়িতা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। সেই সময় থেকে শুরু করে আজ-অবধি জয়িতা ফাউন্ডেশন নারীদের আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। বিশেষত সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ম-নির্ভরশীল করে গড়ে তুলতে সরকারী সহযোগিতার মাধ্যমে ছোট ছোট নারী সমিতির সমন্বয়ে জয়িতা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আওতাধীন প্রতিটি সমিতির মাধ্যমে শত শত নারী তাদের তৈরীকৃত পণ্য বিক্রী করার সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্দোক্তারা প্রতিটি সমিতি থেকে নির্দিষ্ট পরিমাণ জামানতের বিনিময়ে ঢাকার ধানমন্ডি রাপা প্লাজায় পণ্য প্রদর্শন ও বিপননের জন্য দোকান বরাদ্দের মাধ্যমে ব্যবসা করার সুযোগ পাচ্ছে। আর সেই সাথে বাংলাদেশের অবহেলিত নারী উদ্দোক্তারা আত্ম-কর্মসংস্থানের সুযোগ নিয়ে সাবলম্বী হওয়ার পথে। ঠিক তখনই নারী উদ্দোক্তাদেরকে উচ্ছেদকরণের চেষ্টা চলছে এবং উচ্ছেদকরণের অংশ হিসেবে আগামী ৩১ মার্চের মধ্যে রাপা প্লাজা থেকে নারী উদ্দোক্তাদের দোকান বরাদ্দ বাতিল প্রসঙ্গে নোটিশ প্রদান করেছে। এমনকি উক্ত নোটিশে উচ্ছেদ করণকৃত সমিতিগুলো কোথায় ও কিভাবে ব্যবসা পরিচালনা করবে তাহার কোনো নির্দেশনা দেয়া হয়নি? এতেই বুঝা যায় এ ধরণের নোটিশ প্রদানে সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। এমনকি জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্দোক্তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সরকারের পক্ষ থেকে জানানো হয় ফাউন্ডেশনের নিজস্ব ভবনে সরকার ভিন্ন ভাবে দোকান বরাদ্দের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে। বিগত জানুয়ারী ২৭, ২০২৫ রোজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে নারী উদ্দোক্তা আফসানা তুলি ৭দফা দাবী তুলে ধরেন। উল্লেখিত দাবী গুলো নিম্নরুপঃ

১। রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্দোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ করতে হবে এবং নারী উদ্দোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পূর্নবাসন করতে হবে।

২। ২০১১ সালে তৎকালীন সময়ে ৬ বিভাগের ৬জন উদ্দোক্তাকে প্রতিনিধি বোর্ড অব গভর্ণরস বা BOG তে থাকার কথা থাকলেও আজ-অবধি কোন নারী উদ্দোক্তা প্রতিনিধি রাখা হয়নি। আপনারা জেনে নিতে পারেন এটি সংশোধন করে বাদ দেওয়া হয়েছে। জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর অথবা ৮ বিভাগের ৮ জন নারী উদ্দোক্তাকে প্রতিনিধি রাখতে হবে।

৩। যতদিন পর্যন্ত জয়িতা টাওয়ারের কাজ সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের রাপা প্লাজার ব্যবসা পরিচালনা করতে দিতে হবে।

৪। অবিলম্বে জয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন নারী উদ্দোক্তাদের লিখিতভাবে তালিকা প্রকাশ ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তালিকাভুক্ত করতে হবে।

৫। জয়িতা ফাউন্ডেশনের গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং জয়িতা ফাউন্ডেশনের গঠনতন্ত্রে নারী উদ্দোক্তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

৬। জয়িতা টাওয়ার ১২ তলা ভবনের ২টি ফ্লোরে রাপা প্লাজাস্থ বিপনন ও ফুড কোর্টের ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল নারী সংগঠনের উদ্দোক্তাদের জয়িতা টাওয়ারে স্বশরীরে ব্যবসা পরিচালনা করার সু্যোগ করে দিতে হবে।

৭। মুসলামানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ও পহেলা বৈশাখে সারা বাংলাদেশের ব্যবসায়ী উদ্দোক্তারা ব্যবসা করে, সেখানে জয়িতা ফাউন্ডেশনকে কিভাবে উচ্ছেদের মতো অমানবিক সিদ্ধান্তের নোটিশ প্রদান করা হয়? ঈদের ঠিক ৬-৭ দিন আগে প্রায় ২০০ থেকে ২৫০জন নারী উদ্দোক্তাদের কর্মসংস্থানের জায়গা হঠাৎ করে বন্ধ করে এতসব নারী উদ্দোক্তাদের পরিবারকে কর্মহীন, ও বেকার না করে আমাদের নারীদেরকে পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষেত্রে বহাল রাখার দাবী জানাচ্ছি।

এদিকে জয়িতা ফাউন্ডেশনের উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী উদ্দোক্তা কোহিনুর আক্তার। পরিশেষে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্দোক্তাদের সংগঠনের সভাপতি দিলশাদ বেগমকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করলে বাণিজ্য মেলায় ব্যস্ত থাকায় তারই সহকর্মী ফারজানাকে কথা বলার সুযোগ দিয়ে বলেন, ভাই আপনি আমাদের ফারজানার সাথে কথা বলেন। এ সম্পর্কে নারী উদ্দোক্তা ফারজানা বলেন- আমরা নারী উদ্দোক্তারা উচ্ছেদ সম্পর্কে নোটিশ পেয়ে হতবাক হয়ে যাই। ইতিমধ্যেই জাতীয় প্রেসক্লাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আপনাদের জানিয়েছি এবং আমরা আরো ভিন্ন ভিন্ন কর্মসূচী নিয়ে এগিয়ে যাব। এক কথায়, নারী উদ্দোক্তারা আত্মকর্মসংস্থানের সুযোগ হারাতে চায় না। যেদেশে অর্ধেকের ও বেশী নারী সেদেশে এ ধরণের আত্মঘাতীমূলক সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থেকে কর্মসংস্থানে নারী উদ্দোক্তাদের উৎসাহিত করা হোক।

More News...

পালিয়ে থেকে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ

ঋণের টাকা লুটের যত আয়োজন