টাঙ্গাইলের মির্জাপুরে গাছের নিচে চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
মো:শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে গাছের নিচে চাপা পড়ে সামিয়া আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সামিয়া ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী এবং সৌদি আরব প্রবাসী রাসেল মিয়ার একমাত্র কন্যা। দুঃখজনক ঘটনাটি ঘটেছে রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর গিয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন স্থানীয় ব্যক্তি বড় একটি গাছ কেটে তার খণ্ডিত অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় কাঁধে করে সরাচ্ছিলেন। এ সময় সামিয়া তার মায়ের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ শিশুটি সবার অজান্তে গাছ রাখার স্থানে চলে যায়। ওই সময় শ্রমিকরা কাঁধ থেকে গাছের একটি বড় টুকরো ছুঁড়ে ফেললে, সেটি সামিয়ার গায়ের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সামিয়ার চাচা মুক্তার আলী বলেন, “আমরা এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। এটি নিছক একটি দুর্ঘটনা। আমাদের পরিবারের সবাই শোকাহত।”
ফুটফুটে একটি শিশুর এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানায়, সামিয়া ছিল খুবই চঞ্চল ও প্রিয়মুখ। তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।