ডোমারের চিলাহাটিতে জামায়াতের ইফতার মাহফিল
সোহেল রানা, ডোমারঃ
নীলফামারীর ডোমারের চিলাহাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫শে মার্চ) বিকালে উপজেলার চিলাহাটিতে ভোগডাবুড়ী ইউনিয়নের আয়োজনে চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গাজী মোতালেব হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি প্রভাষক গোলাম আজম, ওলামা বিভাগের সেক্রেটারি প্রভাষক ওয়াহেদুজ্জামান ফারুক, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদ হোসেন চৌধুরী।
শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।