ডোমারের জোড়াবাড়ীতে ছাত্র শিবিরের আলোচনা ও ইফতার মাহফিল
সোহেল রানা, ডোমারঃ
নীলফামারীর ডোমারের জোড়াবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭শে মার্চ) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে মিরজাগঞ্জ কলেজ মাঠে ইউনিয়ন ছাত্র শিবিরের আয়োজনে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন উপ শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলী।
ইউনিয়ন উপ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ মোঃ মজিবুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সহ সেক্রেটারি জামাল উদ্দিন শাহ্, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাকিব হাচান, সেক্রেটারি মোক্তারুল ইসলাম, সহ সেক্রেটারি জুনাইদ ইসলাম, উপজেলা বাইতুল মাল সম্পাদক গফুর ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নয়ন ইসলাম, সেক্রেটারি জুয়েল ইসলাম প্রমুখ সহ দায়িত্বশীলরা। শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।