ডোমারের জোড়াবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
সোহেল রানা, ডোমারঃ
নীলফামারীর ডোমারের জোড়াবাড়ীতে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপির) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫শে মার্চ) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজ মোড় সংলগ্ন এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজির উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সুমন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মারুফ সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ, শ্রমিকদলের সভাপতি নুরনবী হোসেন নয়ন, তাঁতীদলের সভাপতি হাফিজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তারিক, আনোয়ার হোসেন, তুষার সিদ্দিকী, আসাদুজ্জামান আসাদ, বাবুল আলম, সাংগঠনিক সম্পাদক নুর আলম,যুব দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ভুট্টু, সদস্য সচিব তোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, কৃষক দলের সভাপতি আকতারুজ্জামান লিখন,সাধারণ সম্পাদক রিপন মাহামুদ, শ্রমিক দলের সভাপতি নাহিদ হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক আজিজুল হক বাচ্চা মিয়া, তাঁতীদলের সভাপতি রাশেদ ম্যানন, সাধারণ সম্পাদক ফরিদ ইসলাম, মৎসদলের সভাপতি রবি ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের হেলাল ইসলাম, সজিব সরকার, শাহরিয়ার শাকিল, রাজু ইসলাম প্রমুখ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।