ডোমারে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

ডোমারে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

ডোমারে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

সোহেল রানা, ডোমারঃ

নীলফামারীর ডোমারে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার (১৩ই এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দলের আয়োজনে এ মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

এসময় উপজেলা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌর জাতীয়তাবাদী দলের সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আলী প্রমুখ সহ নেতা কর্মী বৃন্দ।

এসময় বক্তব্যে বক্তারা বলেন- বিএনপির যখন ক্ষমতায় ছিলো তখন প্রিয় নেত্রীর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই অত্র ডেমার-ডিমলায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার উন্নয়নের ছোঁয়া এখনো ডোমার ডিমলা বিরাজমান রয়েছে। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে মিথ্যা মামলায় দেশে আসতে দেয়নি । গত ৫ই আগস্টের পর যে অন্তবর্তী কালীন সরকার গঠন হয়েছে, সেই সরকারের প্রধানকে বিএনপি অনুরোধ করেছে তার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোকে যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য।

মতবিনিময় সভায় বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাংবাদিকদের অনুরোধ জানান, বিএনপির সংবাদগুলো যেন তারা আন্তরিকতার সাথে প্রচার করেন। সাংবাদিকদের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবেন।

সভায় জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

More News...

ছাত্রদলনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্রীপুরে এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ