ডোমারে নবাগত সিভিল সার্জনের মতবিনিময় সভা

ডোমারে নবাগত সিভিল সার্জনের মতবিনিময় সভা

ডোমারে নবাগত সিভিল সার্জনের মতবিনিময় সভা

সোহেল রানা, ডোমারঃ

নীলফামারী জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাকের সাথে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ই মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন নবাগত জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। পরে, সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী। মতবিনিময় সভা শেষে হাসপাতালের নতুন সংযোজন হিসেবে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন নবাগত জেলা সিভিল সার্জন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেখানে নবাগত জেলা সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ