ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’র সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান
সোহেল রানা, ডোমারঃ
মানবতার কল্যানে, এগিয়ে আসুন রক্তদানে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’ এর সেরা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫শে মার্চ) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন সংগঠন প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সোহেল রানা।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মজিবুল ইসলাম, রিয়াদ ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম,দপ্তর সম্পাদক রিয়াদ ইসলাম, অর্থ সম্পাদক রাসেল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন সূবর্ণ,প্রচার সম্পাদক রাব্বানী ইসলাম, সহ সম্পাদক মামুন ইসলাম,মসফিকুর রহমান মেসি,আবু হাচান প্রমুখ সহ সদস্যবৃন্দ।
এসময় সংগঠনের সভাপতি জানান, স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে এবং তারা যাতে উৎসাহিত হয়ে ভালোভাবে কাজ করে তারেই ধারাবাহিকতায় এ আয়োজন। বিগত দিনেও এসব কর্মসূচি বাস্তবায়িত হয়েছে ইনশাআল্লাহ আগামীতেও অব্যাহত থাকবে।