ডোমারে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ডোমারে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ডোমারে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সোহেল রানা, ডোমারঃ

নীলফামারীর ডোমারে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬শে মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় হৃদয় স্বাধীনতা চত্বরে, রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এরপর, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ সরকারী বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আনসার-ভিডিপি, স্কাউটস, বেসামরিক বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছত্রী পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

পরে ডোমার উপজেলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্কাউটস সহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ