ডোমার প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
সোহেল রানা,ডোমারঃ
নীলফামারীর ডোমার প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ডোমার প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর আলী।
ডোমার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশীদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, সময় টিভির রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত, ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আব্দুল হাকিম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমুখ সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম।