ঢাকার নবাবগঞ্জের শিশু ধর্ষণকারী নিজামের চারদিনের রিমান্ড মঞ্জুর
বসির আহামেদ: দোহার-নবাবগঞ্জ(প্রতিনিধি)
ঢাকার নবাবগঞ্জে আজমীনা আক্তার নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত নাজিম খানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম।জানা যায়,গত ১৮ মার্চ দুুপরে উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর এলাকায় খেলনা দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসায় নিয়ে ধর্ষণ করে সিএনজি চালক নাজিম খান। অসুস্থ হয়ে শিশুটি বাসায় ফিরে এসে কান্না করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর থাকায় তাঁকে ঢাকা মিডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনা জানাজানি হলে রাতেই এলাকাবাসী নাজিম খানকে আটক করে পুলিশে সোর্পদ করে।সেই দিন রাতে শিশুটির দাদী ছকিনা বেগম বাদি হয়ে নাজিম খানকে আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা করেন। নাজিম খান দৌলতপুরের মৃত ইমান আলীর ছেলে।ধর্ষকের শাস্তির দাবিতে পরেরদিন বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দোহার-নবাবগঞ্জের সর্বস্থরের ছাত্র জনতা।