ঢাকার নবাবগঞ্জ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার 

ঢাকার নবাবগঞ্জ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার 

ঢাকার নবাবগঞ্জ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার 

বসির আহামেদ:(দোহার-নবাবগঞ্জ (প্রতিনিধি)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪ দিন পর মো. শহিদুল ইসলাম নামে এক নিখোঁজ অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালিমপুর ইউনিয়নের চারঘাটা চক এলাকার একটি পুকুরের কচুরিপানায় আংশিক ঢাকা অবস্থায় থাকা ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ ।নিহত অটোরিক্সা চালক শহিদুল ইসলাম উপজেলার চুড়াইন ইউনিয়নের শংকরখালী গ্রামের চুন্নু মিয়া ও শিল্পী বেগমের ছেলে।জানা যায়, গত ৪ মে রোববার সকালে বাড়ি থেকে অটোরিক্সা চালাতে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। ওই দিন রাতে শহিদুলের বোন উর্মি আক্তার নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে অটোরিক্সা চালক শহীদুল ইসলাম অটোরিক্সা চালাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সন্ধান না পেয়ে ওইদিন রাতে নিখোঁজের বোন উর্মি নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।বৃহস্পতিবার দুপুরে উর্মির খালাতো বোন মমতাজ শহিদুলের খোঁজ নিয়ে নিকড়া চক দিয়ে বাড়ি ফিরছিলেন।পথে নিকড়া বিলে কৃষাণদের জড়ো অবস্থায় দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে জানতে পারেন কচুরিপানার ভিতর থেকে পঁচা দুর্গন্ধ ভেসে আসছে।উৎসক জনতা বিলে নেমে হাত-মুখ বাধা অবস্থায় একটি লাশ দেখতে পান। এসময় মমতাজ বেগম শহীদুলের পরিবারকে লাশের বিষয়টি জানায়। তাৎক্ষণিক নিহতের বাবা-মা ও বোন এসে নিখোঁজ অটোচালক শহীদুলের লাশ শনাক্ত করেন।পরে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে বিকেল সাড়ে ৪টায় লাশ থানায় নিয়ে আসেন।নিহত শহীদুলের বোন উর্মি আক্তার বলেন, তাঁর ভাইকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা লাশ গুম করার চেষ্টা করে। তিনি দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি জানান।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, অটোরিক্সা ছিনতাই চক্র এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের ময়নাতদন্ত ও মামলা প্রক্রিয়াধীন।

More News...

সুনামগঞ্জে পল্লী চিকিৎসক’কে কুপিয়ে গুরুতর আহত করে,সন্ত্রাসী এনামুল

আক্কেলপুর আওয়ামী লীগের ৪ নেতা কর্মী আটক