ঢাকার নবাবগঞ্জ জাহিদুল ইসলাম পারভেজের হত্যার দাবিতে মানববন্ধন
বসির আহামেদ:দোহার-নবাবগঞ্জ(প্রতিনিধি),
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার বিচারের দাবিতে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান তপুর নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরীর,সিনিয়র সহ-সভাপতি ইফতি রহমান সজল, সরকারী দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান তপু, সাধারণ সম্পাদক মনির ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।