ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় যুবক নিহত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় যুবক নিহত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় যুবক নিহত 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

ঢাকা টাংগাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকার এমএস ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

নিহত হলেন,ঝিনাইগাতী গান্ধিগাও এলাকার আব্দুল্লাহর ছেলে আজিজ মিয়া (৩৮)

পুলিশ সূত্রে জানা যায়, এম এস ফিলিং স্টেশনের সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি প্রাইভেট কার আজিজ মিয়াকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নাওজোর হাইওয়ো থানায় নিয়ে যায়।

নাওজোর হাইওয়ো থানার উপ পরিদর্শক এস আই আল আমিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

More News...

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।

আক্কেলপুরে বেড়েছে ডায়রিয়া রোগী,স্যালাইন সংকট হাসাপাতালে.