তিউনিশিয়াতে মাফিয়া উজ্জলের খপ্পরে সাধরণ বাংলাদেশিরা

তিউনিশিয়াতে মাফিয়া উজ্জলের খপ্পরে সাধরণ বাংলাদেশিরা

তিউনিশিয়াতে মাফিয়া উজ্জলের খপ্পরে সাধরণ বাংলাদেশিরা।

বিশেষ প্রতিনিধি:

এই মুহূর্তে তিউনেশিয়ার সবচাইতে বড় মাফিয়া গ্রুপ হচ্ছে উজ্জ্বল গ্রুপ। দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এই বাংলাদেশি যুবক উজ্জল(৩১) ওরফে তিউনিশিয়া উজ্জল।মোঃদবির ফরাজি (৪৩) নামের এক ভুক্তভুগির সাথে যোগাযোগ করে জানা যায়,বাংলাদেশের  বিভিন্ন জেলার মানুষের সাথে গেমের কথা বলে প্রথমে টাকা নিয়ে নেয়। পরে তাদেরকে জয়তুন বাগানে নিয়ে যায় তারা,এবং সেখানে নিয়ে আরও টাকা চায়, টাকা নেয়ার জন্য  দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন  করে, এবং আরো টাকা দাবি করে।তারপর যাত্রী  দের আর কোনো খোঁজ-খবর নেন না,  এই গ্রুপে আরো যেসব সদস্য রয়েছেন মাদারীপুর জেলার

১.মো:নিজাম মাতুব্বর (পিতা :তোতা মাতুব্বর), ২:উজ্জল মাতুব্বর (পিতাঃ নীলমিয়া মাতুব্বর)  এদের বাড়ি

জেলা:মাদারিপুর সদর, থানা:মাদারিপুর সদর, ইউনিয়ন :কেন্দুয়া, গ্রাম :ঘটক চর, এদের সাথে বাঙালি আছে যারা ছদ্মনাম ব্যবহার করেন, আফ্রিকান রয়েছে, আফ্রিকানদের দিয়ে সাধারণ যাত্রীদের শারীরিক টরচার করেন।

বাংলাদেশের প্রশাসনের এই দিকে দৃষ্টি আকর্ষণ না করলে, এদেরকে এই মুহূর্তে না থামাইতে পারলে, বাংলাদেশের মানুষের অনেক বড় ক্ষতি করবে এরা। একই সাথে তিউনিসিয়ার প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করছি, আপনারা এদেরকে আইনের আওতায় নিন।এইসব কথা জানিয়েছেন মাফিয়ার হাতে নিযর্যাতীত এক ভুক্তভুগি।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ