তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

জনকথা ডেস্ক:  তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় আমেরিকা তাতে অংশ নেবে না।

গতকাল মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ কারও জন্যই লাভজনক কিছু হবে না। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব একটা দূরে নেই।’

তবে এমন আশঙ্কার কারণ কী, সেই ব্যাখ্যা অবশ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধগুলো বন্ধেরও আশ্বাস দেন। তিনি বলেন, ‘এই নির্বোধ যুদ্ধগুলো আমরা থামাতে চলেছি। আগামী দিনে আমরা যে কারও চেয়ে শক্তিশালী হয়ে উঠব। যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে, কেউ আমাদের ধারেকাছে ঘেঁষতে পারবে না। তবে আমি মনে করি, যুদ্ধ বাঁধবে না।’

বক্তব্যের এক পর্যায়ে নিজের দূরদৃষ্টির প্রশংসা নিজেই করেন ট্রাম্প। তিনি তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ককে উদ্ধৃত করে বলেন, ‘ইলন বলেছেন ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা, তা একদম ঠিক। এটা দুঃখের যে, বহু বাবা-মা তাঁদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাঁদের বাবা-মাকে হারাল।’

এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাস্প। তিনি এমন কথাও বলেছেন, ‘জেলেনস্কি সরে না দাঁড়ালে পৃথিবীর কোনো দেশে তার ঠাঁই হবে না।’

More News...

পালিয়ে থেকে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ

ঋণের টাকা লুটের যত আয়োজন