দিনাজপুরে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

দিনাজপুরে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচিতে প্রায় ১০ হাজার ইটভাটা শ্রমিক ও মালিক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মো. ময়েন উদ্দীন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রবিউল আলম, কোষাধ্যক্ষ মো. সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে জিগজাগ ইটভাটার বিরুদ্ধে অহেতুক হয়রানি করা হচ্ছে। তারা দাবি করেন, কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু ও নবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করতে হবে। সেইসঙ্গে ইটভাটাকে শিল্প খাত হিসেবে ঘোষণা করার দাবি তোলেন তারা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম স্মারকলিপি গ্রহণ করেন এবং জানান, জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো ইটভাটা ভেঙে ফেলা বা মালিকদের হয়রানি না করার আশ্বাসও দেন তিনি।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ