ধর্মপাশায়, বি এন পির নেতার প্রকাশিত সংবাদের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

ধর্মপাশায়, বি এন পির নেতার প্রকাশিত সংবাদের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

ধর্মপাশায়, বি এন পির নেতার প্রকাশিত সংবাদের প্রতিবাদে, সংবাদ সম্মেলন। 

শান্ত রহমান (সুজাত), সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা  বাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে   সংবাদ সম্মেলন করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব মুর্শেদ খোকন। রবিবার  সকাল ১০ টায় গাছতলা বাজারের একটি কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

২০২৩- ২০২৪- অর্থ বছরে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নতুন মসজিদ থেকে পিন্টু চৌধুরীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তায় মাটি ভরাটের জন্য পিআইও অফিস ৫ টন চাল বরাদ্দ দেয় এবং তা বাজার মূল্য ধরে ১লাখ ৪ হাজার টাকা।

গত তিন মাস আগে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব মুর্শেদ খোকন উল্লেখিত বরাদ্দ থেকে ৬০ হাজার টাকা তুলে নেন

বিষয় টি গ্রামবাসীর কর্নপাত হওয়ার পর, গ্রামবাসীকে জানায়নি  এবং কাজ করেন নি এমন অভিযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এর নিকট গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা  হয়।

এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১২ ই এপ্রিল, বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে, এই শিরোনামে জাতীয় পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।সাবেক সভাপতি মাহবুব মুর্শেদ খোকন প্রকাশিত সংবাদের দুদিন পরেই তিনি রাস্তার কাজ সম্পন্ন করেন।

মাহবুব মুর্শেদ খোকন  সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদকে মিথ্যা সংবাদ বলেন তিনি। তার ব্যক্তিগত, সামাজিক ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জানান । সুনামগঞ্জ -১ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ১৫ বছর ক্ষমতা থাকাকালীন সময়ে একটি জাতীয় পত্রিকার  সাংবাদিক সংসদ সদস্য ও তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক রোকনের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, আওয়ামী লীগকে সে খুশি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদটি প্রচার করে,  মাহবুব মুর্শেদ খোকন তার লিখিত বক্তব্য পাঠ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,  গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুবিচার কামনা করেন।

More News...

ছাত্রদলনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্রীপুরে এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ