ধুলখোলার চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা জামাল ঢালী আটক
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হিজলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একাধিক মামলার আসামী, হিজলা উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জামাল ঢালীকে সোমবার দিবাগত রাতে বরিশালের বাসা থেকে বরিশাল মেট্রো পুলিশের সহায়তায় আটক করে হিজলা থানা পুলিশ। এই জামাল ঢালী বিগত সরকারের আমলে ধুলখোলার মুকুটবিহীন সম্রাট ছিলেন। এহেন কাজ নাই যা তিনি ও তার ক্যাডার বাহিনী করে নাই। বিগত সময়ে ধুলখোলা ছিলো অত্র এলাকার মধ্যে সন্ত্রাসের শ্রেষ্ঠ জনপথ। বর্তমানেও তার বিশাল ক্যাডার বাহিনী বিভিন্ন দলের ছত্রছায়ায় এখনো ধুলখোলায় বহাল তবিয়তে আছে। হত্যা, অপহরন, নারী নির্যাতন, চর দখল, মাছঘাট দখল, মেঘনায় জেলে নৌকা ও চলমান জাহাজে চাঁদাবাজি, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এই জামাল ঢালীর আশ্রয়ে প্রশ্রায়ে। পুলিশের হাতে তার আটকের খবর শোনার পরে এলাকাবাসী সস্তির নিঃশ্বাস ফেলেছে। তাদের দাবী, ফ্যাসিস্টদের দোসর জামাল ঢালীকে রিমান্ডে এনে কঠোর জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে একাধিক হত্যা,ডাকাতি,চাঁদাবাজির রহস্য। যা এতোদিন জট বাধা অবস্থায় পড়েছিল। এমনকি তার অস্ত্রের ভান্ডারেরও খোঁজ মিলতে পারে এই জিজ্ঞাসাবাদে। এর আগে সোমবার সকালে সরকারি ভিজিএফ এর চাল উত্তোলন করে তা দুস্থ অসহায়দের মাঝে বিতরন না করে চেয়ারম্যান ও ইউপি সচিব আত্মসাৎ করার অভিযোগ এনে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দরখাস্ত দেন ধুলখোলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক সরদার। এই দরখাস্তের পর পরই নড়ে চড়ে বসে প্রশাসন এবং তাকে আটকের প্রক্রিয়া শুরু করেন। সবশেষে তাকে আটকের মধ্যদিয়ে প্রাথমিক ভাবে সেই প্রক্রিয়া সমাপ্ত হলেও তার দীর্ঘ সময় ধরে চলা দূর্নীতি আর অপরাধের সুষ্ঠু তদন্ত করে বিচারের প্রক্রিয়া শুরু করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।