নন্দীগ্রামে মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে শিক্ষক এবং শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসা উদ্যোগে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে গ্রীষ্মকালীন ফুটবল খেলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নন্দীগ্রামে মধ্যে মাজগ্রাম এম.এ ফাজিল ডিগ্রি মাদ্রাসা শ্রেষ্ট বিদ্যাপিট।মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষকরা হাফ টাইম আগে ১টি গোল এবং হাফ টাইমের পরে ১টি গোল করেন সর্বমোট ২টি গোলে শিক্ষার্থীদের পরাজয় করে শিক্ষকরা। শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষকদের মাঝে এই জয় পরাজিত নিয়ে একটি আনন্দ উল্লাস মূলক ফুটবল খেলা হয়। ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার অক্ষ্যক মোঃ আইয়ুব আলী।
তিনি বলেন;আমরা ছাত্রদেরকে পড়ালেখার পাশাপাশি একটু খেলাধুলা সহ আনন্দ উল্লাস ভাগাভাগি করি। ফুটবল খেলা একটি ক্রীয়া এবং শারীরিক শিক্ষার অংশ।আমরা হয়তো সব সময় ব্যায়াম করতে পারিনা।কিন্তু আমরা কিছু সময় খেলাধুলার মাঝে থাকি এতে আমাদের শরীরে ব্যায়াম হবে এবং আমাদের মন মস্তিষ্ক সব সময় সুস্থ থাকবে।আর আমরা মাদককে না বলি মাদকমুক্ত সমাজ ঘড়ি।খেলাধুলা থাকলে আমরা সব সময় এবং আমাদের শরীর ভালো থাকবে।খেলাধুলা একটি শরীরের সুস্থতা রাখে।