নন্দীগ্রামে মানবিক কার্যক্রমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন কলেজ ছাত্রদল সভাপতি শাকিল
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা। তীব্র গরমে কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল।
মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুরে মনসুর হোসেন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত একজন অভিভাবক জানান,”আমার মেয়ে এই সেন্টারে পরীক্ষা দিচ্ছে,তাই বাহিরে বসে আছি।দীর্ঘ ৩ঘন্টা বসে থাকতে গিয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে তৃষ্ণা পায়।স্যালাইন ও পানি কিনতে গেলেও এখন ৩০ টাকার কমে হয় না।ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।”
মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি ও উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল বলেন, “সারাদেশের মত বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এই সময়ে পরীক্ষা চলাকালীন প্রচন্ড গরমের মাঝে পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে।তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী,বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসনের নিদের্শনায় ও বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান ভাই-সাধারণ সম্পাদক এম.আর ইসলাম পলাশ ভাইয়ের নিদের্শনায় এবং নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা ভাই-সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ভাইয়ের নিদের্শনায় এসএসসি পরীক্ষার্থীদের সাথে আশা আত্মীয়-স্বজন মা-বাবাদের মাঝে মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আফিফ হাসান,কলেজ ছাত্রদল নেতা রাব্বি,রাসেদুল,পলাশ,জিহাদ,মারুফসহ প্রমুখ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মানবিক কার্যক্রমের ভিডিও ফুটেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে শেয়ার করা হয়েছে।নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা শাকিল।