নবাবগঞ্জে ডা:রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

নবাবগঞ্জে ডা:রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

নবাবগঞ্জে ডা:রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

বসির আহামেদ:দোহার-নবাবগঞ্জ (প্রতিনিধি)

ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার বলমন্তচর এলাকায় ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রাসাদে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।ভুক্তাভোগী ডা. রফিকুল ইসলাম বলেন, সোমবার ভোর চারটার দিকে ৭-৮ জনের ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ধারাল অস্ত্রের মুখে আমাকে এবং আমার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।এসময় বিভিন্ন ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে ডাকাতেরা। ডাকাতদের মুখ ঢাকা থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান ডা. রফিকুল।খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, একের পর এক ডাকাতির ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতির ঘটনায় জোর তদন্ত করছে পুলিশ।

More News...

কেরানীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়