নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

বসির আহামেদ: দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রোগীদের সাথে ভাল আচরণ করার আহ্বান জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৬ আগষ্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন শেষে চিকিৎসকদের উদ্দেশ্য তিনি এ আহ্বান জানান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,রোগীদের সাথে ভালো আচরণ করবেন। এতে রোগীদের সেবা নিতে ভুল বুঝাবুঝির সম্ভাবণা কম হবে। আন্তরিকতা বৃদ্ধি পাবে। চিকিৎসকেরও সুনাম বাড়বে।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি চাইলে আজই সব সমস্যার সমাধান করতে পারবো না ৷ তার জন্য সময় ও প্রক্রিয়ার প্রয়োজন। সারাদেশের চিকিৎসা সেবায় একই অবস্থা। স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ১০ হাজার চিকিৎসক সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তাছাড়া ইতিমধ্যে ১৮শত চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চিকিৎসক স্থানান্তর করা হবে। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাখাওয়াত হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রমুখ।