নরসিংদীর শিবপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুরে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ফুটবল খেলা,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর ধানুয়া মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন,শিবপুর উপজেলা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষকগন ও সহকারী শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।