নানান অপরাধের সিন্ডিকেট কে এই রাসেল?
নিজস্ব প্রতিবেদক :
চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অপরাধের হোতা রাসেল। রাজধানী ও নারায়ণঞ্জের বিভিন্ন অঞ্চলে তিনি এসব অপরাধ অপকর্ম করে চলছেন। তবে তার নাম পরিচয় অনেকেরই অজানা। একেক জায়গায় একেক ধরনের নাম ব্যবহার করে থাকেন তিনি। আর ঠিকানাও সঠিক তথ্য ব্যবহার না করে বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করেন। তবে বিশেষ সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে তার নাম রাসেল। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চিরাইও গ্রামের বকাউল বাড়ি।
জানা গেছে, ঢাকার অভিজাত এলাকাগুলোতে এই রাসেলের অংশগ্রহনে বড় ধরনের ডাকাতি ঘটে থাকে। রাতের আধাঁরে ফ্ল্যাট বাসায় ঢুকে ডাকাতি করে থাকে। সুযোগ পেলে বড় ধরনের চুরির ঘটনাও সম্পন্ন করে। বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে মোটরসাইল ও অন্যান্য জিনিসপত্রও চুরি করে থাকে এই রাসেল। তার সঙ্গপঙ্গরাও এ কাজে বেশ পারদর্শি। তাদের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ডাকাত সর্দার রাসেল। গেল কিছুদিন আগেও নারায়ণঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় ডাকাতি করার পর তার বিরুদ্ধে অজ্ঞাতনামা ডাকাতি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় যে, তিনি ডাকাত সর্দার রাসেল। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি চুরি, ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, একেবারে অল্প সময়ের মধ্যে তিনি বাড়িতে আলিশান বিল্ডিং নির্মাণ করছেন। এমনকি তার চলাফেরার জন্য রয়েছে দামী গাড়ি। এছাড়া চুরি করা একাধিক মোটরসাইলে দেখা গেছে তার বাড়িতে। চুরি, ডাকাতি ও ছিনতাই করে রাসেল এক কোটিপতি বনে গেছেন। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।