পাহাড়ি ঢলে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২০ হাজার মানুষ 

পাহাড়ি ঢলে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২০ হাজার মানুষ 

পাহাড়ি ঢলে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২০ হাজার মানুষ 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

ভারতীয় পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার লালকুড়া কাঠের সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১১টি গ্রামের প্রায় ২০ হাজারের অধিক মানুষজন। শনিবার ১৭ মে দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির স্রোতে ভেঙে যায়। ফলে এসব গ্রামবাসীরা উপজেলা শহর ও হাট-বাজারের সঙ্গে যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, বিগত ২০২৪ সালে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। এঅবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিলেন তারা। আবারও সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এঅবস্থায় গ্রামবাসীরা প্রশাসনের কাছে যাতায়াতের জন্য দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী আজকের কাগজ বিডিকে জানান, গত কাল শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। এসকল মানুষের যাতায়াতের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করেছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে হবে।

More News...

ফটিকছড়িতে পাঁচ পাড়া সমাজের বৈঠকে শাহজাহান মেম্বার সমাজচ্যুত

সাতক্ষীরা-৩ আসন জামায়াতের নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত