পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে থাকবে: আমান উল্লাহ আমান

পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে থাকবে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, পূজা মণ্ডপগুলোতে এবার বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে থাকবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দেবে। হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন তাদের এই শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য যতদিন তাদের এই উৎসব থাকবে ততদিন বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপের পাহারায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু ভাইদের জন্য এই শারদীয় দুর্গাউৎসবে নিরবচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সাম্প্রদায়িক সম্প্রীতি এনে দিয়েছেন। আমরা বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একসাথে মিলেমিশে থাকি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের নরন্দী আইডিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমান আরও বলেন, গাছ না থাকলে মানুষ বাঁচতে পারত না। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাস্তার দুই ধারে গাছ রোপণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হেলিকপ্টার করে নিমগাছ নিয়ে সৌদি আরবের আরাফাত ময়দানে রোপণ করেছিলেন। সৌদি আরবে এই নিমগাছকে জিয়া গাছ বলা হয়। বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণের কথা বলেছেন, তারেক রহমানও বৃক্ষরোপণের কথা বলেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিতে পারে স্বনির্ভরতা। তাই তিনি স্বনির্ভর দেশ গড়ার জন্য অনেক কাজ করেছেন। আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার দেয় গাছ। তাই একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে। নিমগাছ একটি ঔষধি গাছ। এটি মানুষের শীতল ছায়া দান করে। তাই প্রত্যেক বাড়িতে ফলের গাছ রোপণের পাশাপাশি একটি নিমগাছ রোপণ করতে হবে।

নরন্দী আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা তারেক ইমাম বাবুল, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক মন্টু, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, সুলতান আহমেদ খান, আতাউর রহমান হীরা, যুবদল নেতা মাসুদ রানা, মহিলা নেত্রী নাছিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।