প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি কমলগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার (জেলা) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, শপথ গ্রহণ, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। সুৃমন রবিদাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিতি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক বাবর,কমলগঞ্জ উপজেলার হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক লুৎফর রহমান জাকারিয়া। সাংবাদিক মোনায়েম খান, ছাত্র প্রতিনিধি জালাল আহমেদ আবেদ, ভুইয়া রাজন রেজা ও ইয়াং স্টার যুব সংগঠনের সভাপতি সুমন আহমেদ
অনুষ্ঠানে প্রধান অতিথি মাখন চন্দ্র সূত্রধর বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি। দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তরুণরা জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন,
আমাদের লক্ষ্য হলো বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। এ জন্য সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচির অংশ হিসেবে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের পাশাপাশি সফল আত্মকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।