প্রয়াত অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত

প্রয়াত অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত

প্রয়াত অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী শিলক ফকিরাঘাট নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ উপাসক পুলিন বিহারী বড়ুয়া ও বিশিষ্ট উপাসিকা প্রয়াতা আল্পনা রাণী বড়ুয়ার দ্বিতীয় পুত্র চকরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বৌদ্ধ বিহারের অন্যতম ধার্মিক উপাসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠান আজ ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুলকুল মাই সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মসেন মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশনা করেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন উ: সুবর্ণ মহাস্থবির, এম প্রজ্ঞামিত্র স্থবির, সুমনশ্রী স্থবির, প্রজ্ঞাতিলক স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, শান্তবোধি স্থবির, মেত্তানন্দ স্থবির, শাক্যরত্ন স্থবির, আনন্দবোধি স্থবির, রাহুলানন্দ স্থবির। এসময় আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

স্মৃতি চারণ করে পুণ্যদান করেন ও বক্তব্য রাখেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সিইউএফএল’র এমডি প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া, শিলক শাহ আলম ডিগ্রি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রানেশ বড়ুয়া, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক সুদর্শন বড়ুয়া, প্রাক্তন পিটিআই ইন্সপেক্টর (খাগড়াছড়ি) পার্থ প্রতিম চৌধুরী, বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহারের সিনিয়র সহসভাপতি চৌধুরী দীপংকর বড়ুয়া, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, প্রয়াতের ছাত্র বায়েজিদ থানার এসআই সুমন বড়ুয়া (শাপলা), প্রয়াতের বোন জামাই বাবু অমল কান্তি বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রয়াতের ছোট ভাই সত্যপ্রিয় বড়ুয়া। অনিত্য সভা শেষে গ্রামের শ্মশানে দাহকার্য সম্পন্ন হয়।

More News...

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ড্রেনের কাজের উদ্বোধন

কালিয়াকৈরে উপজেলা পরিবেশ অধিদপ্তর ও গ্রাম্যমান আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমানা