ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতিবিরোধী সংস্থাটির অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে রবিবার (৫ জানুয়ারি) কমিশনের ঢাকা-১ কার্যালয়ে এই মামলা দুটি করেন।

অভিযোগে বলা হয়, আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক সদস্য ঢাকা-১২ ও ঢাকা-১০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তার এই সম্পত্তি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তাপস ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ (তিয়াত্তর কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার সাইত্রিশ) টাকা মূল্যের সম্পদের অবৈধ মালিক হয়েছেন। এসব সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগদখলে রেখে এবং তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন।

ফজলে নূর তাপসের ফুফু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাপসকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি ৫ আগস্টের আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে। জুলাই-আগস্টের আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বেশ কয়েকটি মামলায় তাপস আসামি।

More News...

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ জওয়ানের মুক্তিতে বাধা নেই

ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়