বনশ্রী রামপুরার আহসান হাবীব ডনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

বনশ্রী রামপুরার আহসান হাবীব ডনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী সরকারের পতনের পর নতুন নতুন চাদাবাজীর ঘটনা ঘটছে। চাঁদাবাজরা নিরীহ মানুষকে মামলায় ঢুকিয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায় করছে।

এদিকে রামপুরা বনশ্রী টি ভি রোডে বসবাসকারী এক ব্যক্তি যুবদলের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তার বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলে দলীয় মামলা নয় সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা হয়েছিলো।

জানা যায়, বিএনপি দলের নাম ভাঙ্গিয়ে ও নেতা পরিচয় দিয়ে বনশ্রী রামপুরাতে ডন ভাই ও অন্যান্য সহযোগীদেরকে নিয়ে নিরীহ মানুষের বাসা বাড়িতে গিয়ে ভুয়া মামলার আর্জি তৈরি করে এবং পেন্ডিং মামলার আরজি এনে ভুক্তভোগীদের বলেন এই মামলায় আপনি আসামি আছেন।

জানা যায়, বিএনপির সুনাম নষ্ট করার জন্য পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ডন নামক ব্যক্তির যুবদলের কোন পদ পদবীতে নাম নেই। এলাকাবাসী জানান ৫ ই আগস্টের পর এ সন্ত্রাসীরা চাঁদাবাজি করার জন্য নতুন ফন্দি করে আসছে। ভুক্তভোগীদের পক্ষে শফিকুর রহমান তাদের হাতে প্রতারিত, আকিব হামিদ প্রতারিত হয়েছে, এই বিষয়ে শফিকুল রহমান পুলিশ কমিশনার ডিএমপি এর নিকট ডন ও তার অজ্ঞাত ০৫ সহযোগীর নাম দিয়ে অভিযোগ দায়ের করে।

আকিব হামিদ বলেন, ডন ও তার সহযোগীরা পাওনা টাকা আদায় করে নিজেরা আত্মসাৎ করে নেয় এবং আমাকে জিম্মি করে জোরপুর্বক স্ট্যাম্প করিয়ে নেয়।

এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, রামপুরা থানার সাথে যোগাযোগ করা হলে তারা তদন্ত করে ব্যবস্থ্যা নেয়ার আশ্বাস দেন। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি বিএনপির হাই কমান্ড কে অবহিত করেছেন বলে জানায় । এই বিষয়ে ডনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন এই প্রতিবেদক।

More News...

ঋণের টাকা লুটের যত আয়োজন

৪ ফকিরের সাম্রাজ্য