বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ডাকাতি, পুলিশ বলছে ‘নাটক’

বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ডাকাতি, পুলিশ বলছে ‘নাটক’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দিনে-দুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লক্ষ ১২ হাজার টাকা লুট হয়েছে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানা-পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা জাজিরা ঋষিপাড়া এলাকায় পিকলু দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। পিকলু দাসের চাচাতো ভাই মন্টি দাস জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শিবরাত্রি(মঙ্গলবার দিনগতরাত) অনুষ্ঠান থাকায় বুধবার ভোরবেলা থেকে পিকলু দাস তার স্ত্রী ও ছোট গোপালসহ বাড়ির সকল সদস্য পাগলা শিব মন্দিরে ছিল। এ সময় শুধুমাত্র তার ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়া দাস বাড়িতে ছিল। সকাল ১১ টার দিকে মুখে মাস্ক পরিহিত ৫/৬ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে প্রিয়া দাসের হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়িতে থাকা আলমারির ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে চিৎকার শুনে আশেপাশের লোকজন বাড়িতে ঢুকে প্রিয়া দাস কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার জাজিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে শুনেছি ভিন্ন কথা, পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়াকে সন্দেহ করছে। তার সাথে অন্য কারো পরকীয়ার সম্পর্ক আছে। টাকা-পয়সা স্বর্ণালংকার লুকিয়ে রেখে ডাকাতির নাটক সাজানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার আসল রহস্য বলা যাবে।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই