বাসস্ট্যান্ড নাকি বিআরটিসি বাস টার্মিনাল

বাসস্ট্যান্ড নাকি বিআরটিসি বাস টার্মিনাল

বাসস্ট্যান্ড নাকি বিআরটিসি বাস টার্মিনাল

ইমরান আল রাফি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জের কদমতলী বাসস্ট্যান্ড যেন বিআরটিসি বাসের একচ্ছত্র রাজত্বে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কে ছয় থেকে আটটি বিআরটিসি বাস একসাথে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে বিপাকে পড়ছে সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

স্থানীয়রা অভিযোগ করেন, কদমতলীর চুনকুটিয়া বেগুনবাড়ি থেকে ইউ-টার্ন নিয়ে আসা এসব বিআরটিসি বাসগুলো বাসস্ট্যান্ডের মূল অংশ দখল করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এতে অন্যান্য যানবাহন—পিকআপ, সিএনজি, রিকশা, ভ্যানসহ সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তির শিকার হতে হয়। এমনকি অনেক সময় পুরো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

যাত্রীসেবার আড়ালে কিছু প্রভাবশালী চক্র বিআরটিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ভাড়া নিয়ে প্রতিদিন কেরানীগঞ্জ থেকে উত্তরা, মিরপুরসহ বিভিন্ন রুটে চালাচ্ছে। এতে বাসস্ট্যান্ডকে যেন তারা রাতারাতি দখলকৃত টার্মিনালে পরিণত করেছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রতক্ষ্যদর্শী জানান,বিআরটিসি বাসগুলোর বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় , জগন্নাথ বিশ্ববিদ্যালয়,এবং বিআরটিসির সরকারি বাসডিপো থেকে ভাড়া নেওয়া।এজন্য বাস হেল্পার ড্রাইভাররা প্রভাব দেখিয়ে বাস যেভাবে ইচ্ছে চালানোয় জ্যাম-জটের বিপাকে পরছে সাধারণ মানুষ ।

এ বিষয়ে কথা হলে বিআরটিসি বাস ষ্টাফরা দায় এড়ানোর চেষ্টা করে জানান, যাত্রী ওঠানামার জন্য সাময়িকভাবে বাস দাঁড়ানো হয়, স্থায়ীভাবে দখল করে রাখা হয় না। কিন্তু বাস্তবে দেখা যায়, ঘন্টার পর ঘণ্টা পুরো স্ট্যান্ড দখল করে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, “প্রায় ১০ দিন আগে এখানে দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে দেখলাম, বিআরটিসি বাস কদমতলী এলাকায় যানজটের বড় কারণ। সকাল থেকে রাত পর্যন্ত তারা একসাথে ছয়-আটটি বাস দাঁড় করিয়ে রাখে। অল্প কয়েকজন ট্রাফিক সদস্য দিয়ে এতগুলো বাস ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “এখানকার রিকশা, অটোরিকশা ও ভ্যানও নিয়ম না মেনে রাস্তায় ওঠে, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। কিন্তু মূল সমস্যার একটি এই বিআরটিসি বাসগুলোর অনিয়মিত পার্কিং।বিআরটিসি বাসগুলো বিকল্প কোথাও পার্কিং ব্যবস্থা হলে,কদমতলী এলাকাটি যানজট কিছুটা কমানো যেতে পারে। ”

সাধারণ মানুষ মনে করছেন, এখনই যদি বিআরটিসি বাসের লাগাম টানা না যায়, তবে কদমতলী শিগগিরই ঢাকার সবচেয়ে তীব্র যানজটের এলাকা হিসেবে পরিনত হবে।
এবং ভোগান্তির শিকার হবে সাধারণ জনগন।