বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক মারা গেছেন

বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক: 
ঢাকা মিরপুর-১ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য  বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিক আলহাজ্ব এস এ খালেক আর নেই।  এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আজ (৫ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৩ টার  দিকে  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে  নানা রোগে আক্রান্ত ছিলেন।
আলহাজ্ব এস এ খালেক সমাজের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সে হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমাজে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয় সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

More News...

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ জওয়ানের মুক্তিতে বাধা নেই

ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়