ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

অনলাইন ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড। গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।

এ কর্মকর্তা জানান, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়।

ওই সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

More News...

গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত