ভাষানটেকে বস্তির আগুন নিয়ন্ত্রণে

ভাষানটেকে বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় ভাষানটেক এলাকার বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
এর আগে সকাল ১১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ১৩ মিনিটে ও মিরপুর, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

More News...

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার