ভুরুঙ্গামারীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ

ভুরুঙ্গামারীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ

ভুরুঙ্গামারীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:মোঃ- ফারুক শেখ , কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় প্রতীক নিয়ে বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য প্রার্থী প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ রুহুল আমিন হামিদী, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি আরিফুল ইসলাম এবং জামায়াতের উপজেলা আমির মোঃ আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা আরও দাবি জানান, সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করা, অতীতের সহিংসতার বিচার ও শেয়ারবাজার ধসের তদন্তের ব্যবস্থা করা জরুরি।