ঢাকা: সারা দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার পর উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় এই সংবাদ সম্মেলন হবে।
এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান।
এদিকে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাত ১টা ১৫ মিনিটের দিকে ঢাবিতে মিছিল করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছায়।
শিক্ষার্থীরা ‘জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি এক’, ‘মা-বোনদের বিচার দে। নইলে গদি ছাইড়া দে’’, ‘সারা দেশে সন্ত্রাস কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দিচ্ছেন।
মিছিলে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।
বিস্তারিত আসছে..